আসাদের শার্ট পুনরাবর্তন

তোমার যে শার্ট পুড়ে গিয়েছিলো আসাদ
একাত্তরের সেই যুদ্ধে,
কবি লিখেছিলো বেদনায় বিষাদ
মানুষ পড়েছিল বিক্ষুব্ধে।
তবে, আজ কোথা হতে আমার বাতায়ন পাশে
সেই পোড়া শার্ট উঁকি মারে?
রক্তের দাগ, তোমার গায়ের গন্ধ যেন আড়ালে হাঁসে,
অস্থির আমি খুঁজিতেছি চারিধারে।
তোমাকে নিয়ে কাঁদার কান্না সব শেষ
এতদিন কি শোক চেপে থাকে?
হঠাৎ এ উঁকিঝুঁকি সুদূর এ দেশ,
উদ্বিগ্নতা ভীতিময় করেছে আমাকে।
তোমার রক্তভেজা শার্ট আমার মনে হয়
সনাতন পুঁথির মতোই বিস্তৃত হবে,
আসাদ, তোমার বুলেট দগ্ধ গায়ের গন্ধ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বময়,
হয়তো আমাদের কান্নাই অনর্থক, তোমার এ শার্ট চিরকাল বেঁচে রবে।

(০৪. ০৭. ২০০৮। ফ্রাইডে। যখন শ্রী লংকায় যুদ্ধ চলছিল সরকার ও তামিল টাইগারদের সঙ্গে। শামসুর রহমানের কবিতা আসাদের শার্ট স্মরণ করে লিখেছিলাম। )

1 thought on “আসাদের শার্ট পুনরাবর্তন

  1. ​Bhante,
    I was just reading about the aftermath of the war in Sri Lanka and how it
    affects people. Thank you for this.

    With prayers,
    Harsha​

    2017-12-07 10:55 GMT-05:00 vupasamaya :

    > vupasamaya posted: “তোমার শার্ট তো পুড়ে গিয়েছিলো আসাদ একাত্তরের এই
    > যুদ্ধে, কবি লিখেছিলো, বেদনায় বিষাদ মানুষ পড়েছিল বিক্ষুব্ধে। তবে, আজ কোথা
    > হতে আমার বাতায়ন পাশে সেই পোড়া শার্ট উঁকি মারে? রক্তের দাগ, তোমার গায়ের
    > গন্ধ যেন আড়ালে হাঁসে, অস্থির আমি খুঁজিতেছি চারিধারে। তোম”
    >

    Liked by 1 person

Leave a comment