তোমাকে ডেকেছি

তোমাকে ডেকেছি
উপালি শ্রমণ

আমিও তোমাকে ডেকেছি সকালে সূর্য নমস্কারে
মেঘহীন নীল আকাশ যখন ধীরে ধীরে মুখ খোলে,
সূর্যের দিকে দু’পাখা বাড়িয়ে অর্জিত স্বাধিকারে
পরিযায়ী পাখি ওরে বাধাহীন অনিবার উতরোলে।

তোমাকে ডেকেছি মধ্যাহ্নের অভিজাত ঋজু রেখায়
তপ্ত রোদের উষ্ণতা মাখা নিজ ছায়া পদতলে,
আরো কিছুকাল বয়ে যাক নদী অনাবিল উষ্ণতায়
তোমার কৃপায় তোমারই পরশে নদী জল কথা বলে।

তোমাকে ডেকেছি মধ্যরাতের তন্দ্রা জড়ানো চোখে
সুনীল স্বপ্ন তারা হয়ে আসে আবার শূন্য ঘরে,
অসীম অনাদি হয়তো শুভ্র পদ্মটি নিয়ে ঢোকে
ক্লান্ত দু’হাত ছু’তে চায় তবু তমসায় ঢলে পরে।

সেখানে তোমার সঙ্গে আমার চলে লুকোচুরি খেলা
আধারই হয়তো আলোর দিশারী সে’কথা বুঝিনি আগে,
স্বেচ্ছানির্বাসনে রবিহীন কেটে যাক সারাবেলা
হয়তো এবার সেখানে পদ্ম ফুটবে কৃষ্ণ বাগে।

Leave a comment