Monthly Archives: April 2018

জোনাকপোকার আলো দেখি, আহা, কী সুন্দর!

জোনাকপোকার আলো দেখি, আহা, কী সুন্দর!
তাঁহার মায়ায় ভুলে আমি চাঁদকে করলাম পর,
অমানিশায় নেমে এলো অঘোর অন্ধকার,
আমি হলাম যাযাবর, পরান করে হাহাকার।


এই ভুলের মাশুল দিতে হবে সারাটা জীবন,
উদাস মনে দিন কেটে যায় বুঝি না কখন,
চলে গেলো একবার যে জন চরম অভিমানে,
ফিরে তো আসবে না সে আর, মন তো নাহি মানে !

ও দরদী দয়া করো, আমি অভাজন,
বারেবারে ভুল করে, হায়, আমার অবুঝ মন।
ক্ষমা করো, দয়ার সাগর পুনঃ আরেকবার,
দেহমন সপেছি আমি চরণে তোমার।

বারেবারে আসুক ফিরে…

কিছু দূরত্ত্ব আর কিছু ব্যবধান,
রয়ে যাক তোমাতে আমাতে।
কিছু অগোছালো শব্দ আর বেসুরো গান,
ভেসে আসুক মাঝরাতে।

কিছু জোনাক আলো,
কিছু দখিনা হাওয়া,
কুয়াশা কণার –
কিছু স্নিগ্ধ ছোঁয়া,
ছুঁয়ে যাক উষ্ণ শরীরে।
ছুঁয়ে যাক উষ্ণ শরীরে।

কিছু স্মৃতি আর হৃদয়ের দহন,
থেকে যাক মনের গভীরে।
কিছু কষ্ট কখনো হয় না পুরাতন,
তাই, বারেবারে আসুক না ফিরে।
বারেবারে আসুক না ফিরে।
বারেবারে আসুক না ফিরে।

(মাঝে মাঝে কিছু করতে ইচ্ছে না হলে শখের বসে গানের মত কিছু লখতে চেষ্টা করি। হয় না, তবু চেষ্টা আরকি । শুধু নিজের চিত্ত বিনোদনের জন্য। সুর – https://soundcloud.com/upali-sramon/32pipowfpxo0)