পাপ

পাপ
উপালি শ্রমণ

পাপ বলে কিছু হয়তো বা নেই,
নরকের কথা হয়তো বা সব মন ভোলানোর
কল্পকাহিনী।
তারপরও যদি শুন্যাকাশে
চেয়ে চেয়ে চোখ জ্ল ভরে যায়,
অথবা যখন অনাকাঙ্ক্ষিত শব্দ বলার
উত্তাপে রাতে ঘুম পুড়ে যায়,
ঘড়ির কাঁটাকে উলটো ঘুড়িয়ে
হারানো সময় ফিরে পাওয়ার তীব্র ইচ্ছা
ঘুণ পোকা হয়ে
অস্থি মজ্জা কুরে কুরে খায়,
ক্ষুধার জ্বালায় মনে হয় যদি
“রাস্তার কীট আমার চেয়েও
কতো সুখে থাকে!”
অথবা নিজেই পতঙ্গ হয়ে
রাতের আঁধারে মিশে যাওয়ার
বাসনাও জাগে,
তখন কি আর মৃত্যুর পর নরকের কোন
প্রয়োজন আছে?
(আগস্ট ২৭, ২০২২ )

Leave a comment