চক্র

দালান বাড়ি, ফুলের বাগান
নদীর চড়ও ক্ষয় হয়ে যায়!
কালো চুলও সাদা হবে,
দু’চোখ ক্রমে দৃষ্টি হারায়।
কোলের শিশু বড় হবে
বৃদ্ধ হবে,
চারা গাছে পুষ্প হবে,
ফলও হবে,
তারপরে সব মিশে যাবে
মাটির সাথে, জলের সাথে,
ঘুরবে হাওয়ায়।
এখন যারা আছে তাঁরা কেউ র’বে না,
আমার কথা পরে কি আর কেউ ক’বে না?
এমনি করেই আজকের দিন কাল হয়ে যায়।
আসছে সবে কোথা হতে,
চলে আবার যাচ্ছে কোথায়?
(এপ্রিল ২৮, ২০২১)

Leave a comment