পুষ্প মানব

শুনেছি গাছে গাছে শাখার ডালে ডালে
পাতার ঝন ঝন বাতাস বয়ে যায়,
হৃদয় ভরে যায় নদীর পারে শুনি
পাখিরা গান গায় স্রোতের তালে তালে ।
নদীর জলে সব বিষাদ ভেসে যাক,
সাঁঝের আকাশের আলো কী সুন্দর,
ফুলেরা কাছে ডাকে আপন করে নেয়
ঘ্রাণের সমাহার হৃদয়ে মিশে যাক।
জীবন হয়ে যায় ফুলের মতো যদি
ছড়াবে সুঘ্রাণ হাসবে শিশুদল,
অচেনা পথিকেরা আসবে কতো কাছে
পুষ্প মানবেরা এতোটাই কি বিরল?

(মে ৭, ২০২১)

Leave a comment