Tag Archives: প্রার্থনা

এখনো আছ তুমি

এখনো তুমি আছো
উপালি শ্রমণ

এখনো ঘরে ঘরে তুমি অলংকার
পাহাড়ে পর্বতে মূর্তি শোভা পায়,
কারো’বা গৃহ কোণে নিরব ছবি হয়ে
তুমিও থাক নিজ শান্ত সাধনায়।

তোমার নামে হয় দালান উঁচু উঁচু
নিরন্তর কতো ভক্ত গান গায়,
এখনো অনেকেই শুদ্ধ চিত্তেই
দীক্ষা নেয় শুভ মুক্তি কামনায়।

ত্রস্ত পথিকের শরণে তব নাম
তোমার নামে করে কেউ’বা শুভকাজ,
কেউ’বা স্বেচ্ছায় মুখ ফিরিয়ে নেয়
অন্যদিকে চায়, তোমার নামে লাজ।

এমনও আছে কেউ অন্ধ ভাবাবেগে
তোমার নামে করে হত্যা নাশকতা,
আমি তো চিরকাল রয়েছি দিশাহারা
হারিয়ে নিজেকেই, তোমাকে পাবো কোথা?

জগত-গুরু

জগত-গুরু
উপালি শ্রমণ

তোমার পাশে নয় সম্মুখেও নয়
পেছনে কিংবা সে উপর নীচে নয়,
হয়তো সবখানে রয়েছে একসাথে
বুঝবে অনুভবে সারা জগত্ময়।

ছিল সে অতীতেও, থাকবে অনাগতে
বর্তমানে আছে, আসলে কালহীন,
কতো যে গ্রহলোকে ঘোরে সে এক ক্ষণে
আমি ও তুমি তাঁর প্রেমেই সমাসীন।

যতই তাঁর খোঁজে হয়েছ হয়রান
ততো সে দূরে রয়, এমন খেলা তাঁর,
ছেড়েছ হাল যদি, ডুবিয়া হতাশায়
তখন পুনরায় ডাকবে সে আবার।

ক্লান্ত দেহ মনে যখন ঘুমঘোরে
করবে ত্যাগ তাঁর সকল প্রত্যাশা,
একটি কুয়াশার ফোঁটায় খুব ভোরে
জেগেই পাবে তাঁর বিপুল ভালবাসা।

অগ্নি পদ্য

অগ্নি-পদ্য
উপালি-শ্রমণ

জ্বলছে চোখ কান জিহ্বা নাসিকাও
জ্বলছে দেহ মন জ্বলে নিরন্তর,
দূরের হিমালয় যতই জল দেয়
দ্বিগুণ হয়ে জ্বলে ধরণী অম্বর।

বুঝি না কে যোগায় এতো যে ইন্ধন
নিত্য জ্বলে তবু হয় না শেষ তার,
তীব্র দহনের চরম নিপীড়ণ
সহ্য করে পথ হাঁটছি অনিবার।

উপড়ে সূর্যের রোদ যে প্রতিদিন
তীব্র থেকে আরো তীব্রতরো হয়,
নীচের বোধি গাছ জ্বলে বি-রতিহীন
হবে কি কৈলাস গলিত হিমালয়?

তবুও পিকিলিকা পাখার উৎসবে
আলোক কাছে পেতে আগুনে দেবে ঝাপ,
মেঘের পথ চেয়ে চাতক বসে রবে
অগ্নি সাগরেই জ্বলবে আদি পাপ…

আগুনে জ্বলে সব

আগুনে জ্বলে সব
উপালি শ্রমণ

তীব্র উত্তাপে আগুন জ্বলে বনে
প্রতিটি নিঃশ্বাসে বাষ্প অঙ্গার,
খাদ্যে ভস্মের টুকরো গণগণে
রাত্রে ঘুম হয় অগ্নি বিছানার।

আগুন খাই আমি আগুনে করি বাস
অবিচী নরকের কি আর প্রয়োজন?
রুগ্ন পৃথিবীর হচ্ছে ধীরে নাশ
নিত্য জ্বলমান আমার দেহ মন।

এ কোন অভিশাপ হয়তো অতীতের
করেছি যত পাপ কর্ম সঞ্চিত,
বৃষ্টি ঝরে চোখে প্রায়শ্চিত্তের
কবে যে হবে ত্রাণ মেলে নি ইঙ্গিতও।

কবে শীতল হবে দগ্ধ পৃথিবীর
তপ্ত বুকে প্রাণ পাবে কি স্নেহ ছোঁয়া?
পায়রা কবে গান গাইবে মুক্তির?
বইবে ফুসফুসে আবারো তাজা হাওয়া।

সীমাঘর

সীমাঘর
উপালি শ্রমণ

পাথরে চিহ্নিত আমার সীমাঘর
দেয়ালে অংকিত প্রাচীন বিধিমালা,
সাদা ও কালো রঙে লিখিত অক্ষর
সবুজ লাল মেখে রঙিন হতে চায়।

কখনো পথ ভুলে আসছে প্রজাপতি
দু’পাখা মেলে তার রং মাখিয়ে যায়,
সেদিকে ভ্রুক্ষেপ নেই মাকড়সার
যত্নে বুনে তার জালটি দরজায়।

তবুও রয়ে যায় দেয়ালে কিছু ভুল
দ্রাক্ষা লতা ঢাকে শূন্য ফাঁকটিকে,
পাথর ভেদ করে রক্ত জবা ফুল
কিছুটা রং দেয় নীরস পৃথিবীকে।

প্রাচীন শব্দরা একে অপরকেই
পিষ্ট করে, শাদা রক্তপাত হয়,
নিজ কবিতা লেখি আমি সে রক্তেই
দেখছে ঘুণ পোকা দুচোখে বিস্ময়।

দূরের ও’পাহাড়ে

দূরের ও’পাহাড়ে
উপালি শ্রমণ

দূরের ও পাহাড়ে মাঝের নদীতীরে
নীচের গুহা-মাঝে থাকবো একরাত,
কেন যে শত ঋষি ব্যর্থ আসে ফিরে
কি আছে ও পাহাড়ে জানতে বড়ো স্বাদ।

কেমন ঘাস পাতা ঢেকেছে দেহ তার
চাঁদের আলো কেন যায় না তার বুকে,
এতোই কালো যদি এতোই ঝোপঝাড়
কোন সে মধু রসে পথিক মজে সুখে?

কখনো হয়তো’বা আলো কি বোঝা যায়
নিজের দুই হাতে কালোকে ছুঁয়ে দেখে,
হয়তো গোলাপের কাঁটাই মোক্ষম
ফুলের মায়া বুঝি কাঁটার ছোঁয়া থেকে।

তবুও যাই যদি দূরের সে পাহাড়
শুধুই একদিন তোমার কথা ভুলে,
যদি’বা করি স্নান নদীতে একবার
এতো কি ভুল হবে, নেবে না কেউ তুলে?

হয়তো একদিন

হয়তো একদিন
উপালি শ্রমণ

হয়তো একদিন তোমার দেখা পাবো
অতীব সাধারণ আমার কোন কাজে,
নদীর ধারে আমি হাঁটব সন্ধ্যায়
তোমার দেখা পাবো ঘাস পাতার মাঝে।

নাম না জানা এক পাখির গান শুনে
হয়তো হৃদয়ের উঠবে ঝংকার,
সেখানে তুমি রবে বলবে মৃদু হেসে
“হৃদয়ে পদ্ম কি ফুটেছে এইবার।”

অথবা পথে যেই বৃদ্ধ ঘর হীন
করছে বসবাস আকাশই ছাদ তার,
তাঁর দু’চোখে চোখ রেখেই দূর হবে
তৃষ্ণা মায়া সব বিষয় বাসনার।

এমনও হতে পারে নিবিড় ঘুমে আমি
নয়তো শেষদিন মৃত্যু শয্যায়,
আমার পাশে তুমি বলবে শত নামী
“ছিঁড়ে দে শৃঙ্খল” পরম মমতায়।

স্বপ্ন

স্বপ্ন
উপালি শ্রমণ

স্বপ্ন রাঙা হোক, রঙের ধনু হোক,
সূর্যমুখী হোক, লাল গোলাপ হোক।

স্বপ্ন প্রজাপতি, বন্ধু ফুল হোক,
স্বপ্ন সুমধুর ফুলের মধু হোক।

সুদূরে আনমনে স্বপ্ন উড়ে যাক,
গহিন আমাজনে স্বপ্ন ছুটে যাক ।

স্বপ্ন তরী হোক, মাঝির পেশী হোক,
স্বপ্ন দিশাহীন সাগরে তারা হোক।

কিশোর কিশোরীর চলার পথ হোক,
অন্ধকার পথে স্বপ্ন আলো হোক।

ছিন্ন করে লাজ দ্বিধার বল্কল
স্নিগ্ধ হৃদয়ের স্বপ্ন হোক বল।

স্বপ্নে অনাবিল সুখের সঞ্চার,
কখনো অনাথের বিপুল ভাণ্ডার।

যারা সুনির্মল স্বপ্ন করে চাষ,
স্বপ্ন ফল হয়ে আসুক বারোমাস ।

মুক্তির দিন

মুক্তির দিন
উপালি শ্রমণ

কেমন হবে সেই দিবস মুক্তির
হৃদয়ে কোন ক্রোধ যখন থাকবে না,
রবে না লোভ নাম যশ বা কীর্তির
তোমার কথা শুধু এ মন ভুলবে না।

সদাই সচেতন সজাগ রবে মন
হবে না বশ আর কামনা অভিলাষে,
রবে না বিদ্বেষ শান্ত প্রতি ক্ষণ
শুধুই তুমি তুমি প্রতিটি নিঃশ্বাসে।

মোহের কালো মেঘ পতিত চিরতরে
ছিন্ন হবে সব অহং অস্মিতা,
অমৃতের জল অমল অন্তরে
শুদ্ধ সে ভূমীর তুমিই রচয়িতা।

আসিবে সেই দিন পূর্ণিমার চাঁদ
দীপ্ত হৃদয়ের সকল সীমানায়,
জাগব নব প্রাণে রবে না কোন বাঁধ
আমিও তুমি হবো মুক্ত ঠিকানায়।

স্বপ্ন

স্বপ্ন
উপালি শ্রমণ

যখন দুই চোখে স্বপ্ন ভেঙে যায়
জলের বুদবুদ ঊষার হিম হয়ে
শূন্যে মিলে যায় আকাশে নীলিমায়
নতুন স্বপ্নের মুকুল নিয়ে এসো।

হৃদয় যেন হয় স্বপ্ন উদ্যান
সুরভি সুঘ্রাণ ভরবে দিকে দিকে,
হাজার মউমাছি করবে মধু পান
স্বপ্ন ফুলে তুমি ফলটি নিয়ে এসো।

কখনো ঘুমঘোরে হঠাত যদি আসে
সর্ব নাশা এক কাল বোশেখী ঝড়
স্বপ্ন ফুলগুলো গঙ্গা জলে ভাসে
তখনও তরী হয়ে আবার তুমি এসো।

বাঁচিয়ে রেখো সব স্বপ্ন কুঁড়ি বীজ
মিষ্ট জল হয়ে ঊষার রোদ হয়ে
সকল পরগাছা করিতে নির্জীব
স্বপ্নমালী তুমি আবারো ফিরে এসো।