এক বিন্দু শিশির

সমুদ্রে আজ উত্তাল ঝড়ে নৃত্যে –
জীর্ণ তরী ঘুরছে একই বৃত্তে,
নেই সীমানা নেই যে তীরের দেখা,
মাঝ সাগরে ডুববে তরী একা ।

আলোর আশায় অধীর চেয়ে থাকি,
আলোর বহর দিচ্ছে কি আজ ফাঁকি?
মেঘের উপর মেঘের আস্তরণ,
কালোতেই হোক আলোর সঞ্চারণ!

এমন চলছে, চলবে আরো কতো?
নিয়ম করে হৃদয়টি হয় ক্ষত,
সূর্য তারাও দিচ্ছে কি অভিশাপ?
এক বিন্দু শিশিরে এতোই পাপ?

Leave a comment