কয়েদী

চাবিহীন তালা ঝুলছে ঘরের দুয়ারে,
কয়েদীর কথা ভুলে গেছে আজ সবাই,
মনে নেই কারো অপরাধ তার কি ছিল,
কারাবাসে তবু প্রস্তুত তাঁর কসাই।
ভুলে গেছে সে কি আকাশের রং নীল?
ভুলে গেছে আজ কোকিলের ডাক কেমন?
কতকাল হলো ঝর্ণার নাচও দেখে নি,
স্বপ্নে সে দেখে রাতভর বৃন্দা বন।

Leave a comment