মৃগতৃষ্ণা

মৃগতৃষ্ণা
উপালি শ্রমণ

তোমার ছায়ায় একটু হবে না ঠাই?
আর কতো আমি পোড়াবো যে রোদ্দুর?
নীল জলে সব ধুয়ে মুছে নিতে চাই,
অদূরেই শুনি সান্ধ্য পাখির সুর।
তৃষ্ণাই নাকি সব বিনাশের মূল,
তৃষ্ণাই নিয়ে যায় সাগরের কাছে।
সাগরের জল পান করে মশগুল,
কোথায় তোমার নীল সরোবর আছে?
চাতক ভেবেছে স্বচ্ছ শীতল জলে
সঞ্চিত সব তিয়াষের শেষ হোক।
মৃগতৃষ্ণায় আমি তো বুঝিনি ছলে,
আমাকে সাগর তিলে তিলে করে ভোগ।
(আগস্ট ৩, ২০২২)

Leave a comment