মহাকাব্য

মহাকাব্য
উপালি শ্রমণ

শেওলা প্রলেপ পাথরে জমাট বাঁধে,
সবুজ কোমল ছিল তারা একদিন।
গুটি গুটি কনা পাললিক শিলা গড়ে,
মহাকাল শোধরায় ক্ষণিকের ঋণ।
আমিও ছিলাম তুলতুলে কাদা হয়ে,
বানিয়েছ তুমি তোমার ইচ্ছেমত।
তারপর রাত কৃষ্ণ চাঁদের লয়ে,
আকাশটি হয় কুয়াশায় ঘনীভূত।
আমার অলেখা সেই মহাকাব্যটি,
স্বরবর্ণের আদিতে হয়েছে শুরু।
পাতায় পাতায় ভরে ঘন কুজ্ঝটি,
কলমের ডগা ধীরে ধীরে হয় পুরু।
(আগস্ট ৪, ২০২২)

Leave a comment